‘স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি আগামী সপ্তাহেই কা’র্যকর’
দে’শের শি’ক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহি’ক ছু’টি দু’দিন করার সি’দ্ধান্ত কার্যক’র ‘করছে স’রকার। প্রতি সপ্তাহে শুক্র’ ও শনিবার ব’ন্ধ থাকবে শিক্ষা’প্র’তিষ্ঠা’নে। আগামী সপ্তা’হ থেকে এ সিদ্ধান্ত কার্য’কর হবে।




সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জা’রি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থি’তি বি’বে’চনায় বি’দ্যু’ৎ ও জ্বা লা”নি সাশ্র’য়ের জন্য’ মাধ্য’মিক ও উ’চ্চ’শিক্ষা অধি’দপ্তরের আ’ওতাধীন শি’ক্ষা’প্রতি’ষ্ঠান সপ্তা”হে দু’দিন শু”ক্র ও শনি”বার ব”ন্ধ থাক”বে।
বিশ্ববি”দ্যাল য়ে স্ব স্ব কর্তৃপক্ষে’র সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। যথাযথ ক”র্তৃপক্ষের অনুমো”দনক্রমে জা”রি করা এ আদেশ অ’বিলম্বে কা’র্যকর কর’তেও বলা” হয়েছে।




এ বিষয়ে জানতে চা’ইলে সাইফুর রহমান খান সোমবার বিকেলে বলেন, সরকা”রের সিদ্ধা”ন্ত অ”নুযায়ী শি”ক্ষাপ্রতিষ্ঠানের ছু’টি দু’দিন কা”র্যকর করা হয়েছে। আগামী স’প্তাহ থেকে এটি কার্য”কর করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আলাদা নির্দেশনা জা”রি করে স্কুল-কলেজগুলোকে নির্দেশনা দেবে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জু”রি কমিশন থেকে
এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃ”পক্ষকে অবগ”ত করতে শি”’ক্ষা মন্ত্রণা”লয় থেকে বলা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার সভাপ’তিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক থেকে শিক্ষা’মন্ত্রী ডা. দীপু মনির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন সরকারপ্রধান। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারু’ল ইসলাম জানান,




আগামী ২৪ আগস্ট বুধ”বার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে।
এছাড়া ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে ক্লাস কার্যক্রম।
আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার। গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে
শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি ঘোষণা করা হবে। তবে চলমান বি”দ্যুৎ সং”কটে অন্যা”ন্য সরকা”রি
ও স্বায়”ত্তশাসিত অ”ফিসের কার্যসূচিতে পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও আগেভা’গেই দুদি’ন সাপ্তা’হিক ছুটি’র ঘো”ষণা এলো।’

