মায়ের পা ধুয়ে শতাধিক শিক্ষার্থীর শ্রদ্ধা, আবে’গে কেঁ’দেছেন মায়েরা
সারাবদ্ধভাবে বসিয়ে নিজ নিজ মায়ের পা ধুয়ে দিচ্ছে তাদের সন্তানরা। সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় আবে’গাপ্লুত মায়েরা। কেউ কেউ সন্তানের মাথায় হাত বোলাতে গিয়ে আবে’গে কেঁ’দে ফেলেছেন। অন্যদিকে মাকে শ্রদ্ধা জানাতে পেরে খুশি সন্তানরাও।




বৃহস্পতিবার দুপুর ১২টায় এমন স্ব’র্গীয় পরিবেশের দেখা মিলল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল করিম জনি এবং এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক।
শ্রদ্ধা, সম্মান ও ভ’ক্তির বহিঃপ্রকাশ হিসেবে এই ব্য’তিক্রমী আয়োজনটি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। মায়ের প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই ব্য’তিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
এ কর্মসূচির আয়োজনের বিষয়ে লামা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।
আজকের শিশু রাই আগামী দিনে দেশের ক’র্ণধার। মায়ের প্রতি এ ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রভাতী চাকমা নামে এক শিক্ষার্থীর মা বলেন, সন্তানের কাছে
এমন ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুল না হয় না। স্কুলে সুন্দর এ আয়োজনের জন্য প্রশংসিত হয়েছেন শিক্ষকরা।