বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আ’ত্মহ’ত্যা’: বাবা গ্রে’ফতার
রাজধানীর দক্ষিণখানে ১০ত’লা ভবনের ছা’দ থেকে লা’ফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজা’না মোসাদ্দিকার (২১) আ’ত্মহ’ত্যা’র ঘ’টনায় তার বাবা শাহীন আ’লমকে গ্রে’ফতা’র করেছে র্যাব।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রে’ফতা’র করা হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন।




তিনি বলেন, গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ত’লা ভবনের ছা দ থেকে লা’ফিয়ে পড়েন সা’নজানা মোসাদ্দেক।
সন্ধ্যা ৭টার দিকে তার ম’রদে’হ উ’দ্ধার করে পুলিশ। এ ঘটনা’য় রা’তেই সানজানার মা বা’দী হয়ে নি’হ’তের বাবার বি’রু’দ্ধে মা’মলা করেন।
এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলম’কে আ’সামি করা হয়। এ ’ঘ’টনার পর আসা’মি ঢাকা থেকে পা লিয়ে ময়মনসিংহের গ’ফরগাঁওয়ে আত্ম’গো’পনে যায়। র্যাব ঘটনার পর থেকেই গো’য়েন্দা ন’জরদারি বৃ’দ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার তাকে গ্রেফতা’র করা হয়’’।

