মাছের দাঁত হুবহু মানুষের মতো, সৃষ্টিকর্তার কুদরতে মুগ্ধ নেটিজেনরা

ঠিক মানুষের মতো উপরের পাটিতে এক সারি আর নিচের পাটিতে এক সারি দাঁত রয়েছে মাছটির। সম্প্রতি এমন মাছ ধরা পড়েছে এক মার্কিন ব্যক্তির জালে।অবিকল মানুষের মতো দাঁতের ওই মাছের ছবি দেখে চমকে গেছেন নেটিজেনরা।

জেনেটস পিয়ার নামে একব্যক্তি ফেসবুকে ওই মাছের ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়।ছবিতে অনেকেই অ’বাক হয়ে মন্তব্য করছেন।

আবার কেউ হাস্যরসের সুযোগও ছাড়ছেন না। এক সামাজিক মাধ্যম ব্যব হারকারী লিখেছেন, ‘এই মাছের দাঁত আমার দাঁতের চেয়ে ভালো’

 

গণমাধ্যমের প্রতি বেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারেলিনার নাথন মার্টিন ওই মাছটি ধরেন। নর্থ ক্যারেলিনার সমুদ্রে শিপশিড প্রজাতির ওই মাছ পাওয়া যায়।

গায়ে সাদা-কালো দাগ থাকায় ক’নভিক্ট নামেও ডাকা হয় এই প্রজাতির মাছকে। বিজ্ঞনীরা জানান, মানুষের মতোই সর্বভুক এই প্রজাতির মাছ।

 

এই প্রজাতির মাছের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির মাছ সামনের সারির বড় আকারের দাঁতগুলো শা’মুক, ঝিনু’কের খোলস ভা’ঙার কাজে ব্যবহার করে বলে জানিয়েছেন বিজ্ঞনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *