এবার ভিন্ন চরিত্রে প্রভা

”সাদিয়া জাহান প্রভা। জনপ্রিয় অভিনেত্রীদের একজন। দর্শকের সামনে এবার এক নতুন গল্পে, ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন তিনি। যে গল্পে তাকে দেখা যাবে দেশের নাম করা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপ”রীতে দেখা যাবে তরুণ অভিনেতা জাহের’ আলভীকে। নাটকের গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের।

তারপর দুজনে প্রেমে জ’ড়িয়ে পড়েন। সেই প্রেম বি’য়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁ”ধা ঘরে আসে ঝড়। খুন হন দুজনের একজন। ঘট’নায় আসে নাটকীয়তা। বাকিটা জানতে দেখতে হবে নাটক ‘ব্ল্যা’ক কফি’। জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি।

১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এ নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই না’টকের গল্প খুবই হৃ’দ’য়স্প’র্শী, যেটি আমার ”মনকে নাড়া দিয়েছে।

জহির ক’রিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।

 

পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে আমার প্রথম কাজ। তবে এই প্রথমবার জাহের আলভীর সঙ্গে সি’ঙ্গেল নাটকে কাজ করছি। অভিজ্ঞতা বেশ। এই নাটকের অন্যতম চরিত্র জাহের আলভী বলেন, প্রভার সঙ্গে বেশ অনেক বছর আগে একটি ধারাবাহিকে কাজ করেছিলাম।

এটা আমাদের প্রথম একক নাটক। প্রভা অনেক সাপোর্টিভ একজন কো-আর্টিস্ট। সে জায়গা থেকে আমি এই নাটকে কাজ করতে পেরে বেশ খুশি।

 

নাটকের পরিচালক ফয়জুল করিম রথি জানান, প্রভা যদিও বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে।

আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকটির প্রযোজক ও লেখক জহির করিম বলেন, আমার লেখা অনেক গল্পের ভিড়ে এই গল্পটি ভীষণ পছন্দের।

 

আশা করি দর্শক এই গল্পের মাধ্যমে নতুন একটা বার্তা খুঁজে পাবেন সম্পর্ক ও জীবনবোধের। এখানে প্রভা ও আলভী দুজনেই খুব ভালো কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *