হা’নিমুনে গিয়ে স্বামীকে মা’রধ’র করে পালানো নববধূ প্রেমিকসহ গ্রে’ফতার
পটুয়াখালীর কু’য়াকা’টায় হা’নিমুন করতে গিয়ে স্বামীকে মা’র’ধ’র করে প্রেমিকের স’ঙ্গে পা’লিয়ে যাওয়া নববধূ ও তার প্রে’মিককে গ্রেফ’তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের বরগুনা জেলার তা’লতলী থেকে গ্রেফ’তার করে তালতলী থানা পুলিশ।
আ’টক নোমান (২৪) বরগুনার তা’লতলী উপজেলার ছো’টব’গী ইউনিয়নের মৌপাড়া এলাকার আ’লাল হাওলাদারের ছেলে। তা’লত’লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,
‘কু’য়াকা’টা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মা’রধ’র করে প্রেমিকের সঙ্গে পালি’য়ে যাওয়া নববধূ তালতলীতে আ’ত্নগো’পনে রয়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে তার প্রে’মিক’সহ গ্রে’ফতার করি।
পরে মহিপুর থানা পুলিশের কাছে হস্তা’ন্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভ’গ্নিপ’তি হাসান প্যাদা’র বাড়িতে আত্ম’গোপ’নে ছিলেন তারা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার পরের দিনই ভু’ক্তভো’গী মনিরুলের বাবা বা”দী হয়ে মহিপুর থানায় একটি মা’মলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা তালতলি থানা
পুলিশের সহযোগিতায় তাদের আ”টক করেছি। আগামীকাল তাদের আদা’লতে প্রেরণ করা হবে। ২০ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে কু’য়াকা’টায় হা’নিমু’নে যান বরগুনা জেলার সি’ঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলাম।
সে রাতে সৈকতে মনিরুলের নববধূ নুরে জা’ন্নাত লোকজন নিয়ে স্বামীকে বেধড়”ক মা”রধ”র করে পা’লিয়ে যান। এর আগে ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।