হঠাৎ অসু’স্থ হয়ে পড়েছেন শাকিব খান

হঠাৎ অসু’স্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক শাকিব খান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অ’সু’স্থ বোধ করছিলেন এই নায়ক । শরী’রের র”ক্তচা”প কমে’ যাওয়ায় তাকে থাকতে হচ্ছে বেড রেস্টে।

নায়কের ঘ’নিষ্ঠ এক সূত্র তার অসু’স্থ’তার খবরটি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, হঠাৎ করেই শাকিব খান অসু”স্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বি’শ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না।

আপা’তত কিছুদিন তিনি বিশ্রা’মে থাকবেন। এর আগে, গত মঙ্গলবার শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল। এদিন শাকিব-অপুস’হ পরিবারের সবাই মিলে কেক কে”টে ছেলের জন্মদিন উদযাপন করেন।

একইদিন নিজের ফেসবুকে বে”বি বা”ম্পে’র ছবি শেয়ার করেন চিত্রনায়িকা বুবলি। সেই সাথে মিডিয়া পড়ায় গু’ঞ্জ”ন উঠেছে বুবলীর সঙ্গে শাকিব খানের প্রে’ম ও বিয়ে নিয়ে! তবে সন্তানের পিতা কে এই বিষয়ে স্প”ষ্ট করে কিছু বলেননি বুবলি।

এদিকে, দীর্ঘ ১১ মাস পর ১ অক্টোবর থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শাকিব খানের শুটিংয়ে ফেরার কথা ছিল। তবে শাকিবের অসু’স্থতা’র খবরে শুটিং নিয়ে দেখা দিয়েছে অনি’শ্চতা।

 

সিনেমাটিতে শাকিবের বি’প’রীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুব’লী। এর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের শুটিং করেন শাকিব..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *