বরিশালে ধ’র্ষ.ণ মা’মলায় পুলিশের এসআই কা’রাগারে
বরিশাল নগরীর একটি আবা’সিক হোটেলে এক বি’ধবা না”রীকে (৩৭) ডে’কে নিয়ে ধ’র্ষ’ণের অ’ভি’যোগে করা মামলায় স্টিমারঘাট পুলিশ ফাঁ’ড়ি ইন’চার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারকে কা’রাগারে পাঠিয়েছেন আদালত।




শনিবার (১৫ অক্টোবর) বিকেলে এসআই আবুল বাশারকে গ্রে’ফতারের পর কোতয়ালী থানা পুলিশ বরিশাল মে’ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে বিচারক ফয়সাল আহম্মেদ তাকে কা’রাগা’রে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত এসআই আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা এবং নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁ’ড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মা’মলার এজাহার সূত্রে জানা গেছে, একটি অ’ভি’যোগের বিষয়ে পরামর্শ নি’তে ওই নারী গত ৫ অক্টোবর কোতয়ালী থানায় যান। সেখানে স্টিমারঘাট পুলিশ ফাঁ’ড়ির ইনচার্জ এসআই আবুল বাশারের সঙ্গে তার




পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে দুজনের মো’বাইল নম্বর আদান-প্রদান হয়। ১৩ অক্টোবর অন্য একটি মা’মলার বিষয়ে কথা বলতে আবুল বাশারকে ফোন করেন ওই নারী।
এসময় সা’মনা’সামনি দেখা করে কথা বলতে চান বাশার। পরে ওই নারীর অবস্থান জেনে সেখানে যান তিনি। ওই নারীর স’ঙ্গে দেখা করে বাশার বলেন, তার একটি অফিসিয়াল রুম আছে।
সেখানে গিয়ে মা’মলার বিষয়ে বিস্তা’রিত কথা বলবেন। এরপর ওই নারী’কে নগরীর প্যারা’রা রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধ”র্ষ”ণ করেন তিনি।
এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী বা’দী হয়ে আবুল বাশারের বিরু”দ্ধে মা’মলা করেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন,




মা’মলার পর স্টিমা রঘাট পুলিশ ফাঁ’ড়ির ইনচার্জ এসআই আবুল বাশারকে গ্রে’ফ’তার করা হয়। বিকেলে আদালতে পাঠানো হলে বি’চারক তাকে কা’রাগা’রে পাঠানোর নির্দেশ দেন।