ইডেনের ক্যান্টিন বয়ের মৃ’ত্যু
রাজধানীতে ইডে’ন মহিলা কলে জের ভিতরে বি’ষ’পা’নে’ আব্দুল করিম (১৭) নামে ক্যান্টিন ব’য়ের মৃ”ত্যু হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের (ঢামেক) নতুন ভবনে চি’কিৎসাধীন অবস্থায় তার মৃ”ত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইন’চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃ”ত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ম’রদে’হ ময়’না’ত’দ’ন্তের জন্য ম”র্গে রাখা হয়েছে।
মৃ”ত করিমের সহকর্মী মো. মাহফুজ জানান, শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ক্যা’ন্টিনের কাজ শেষ করে দুপুর ৩টার দিকে বাইরের দোকানে যান করিম।
কিছুক্ষণ পর ফিরে কলেজের জেবুন্নেছা হলের সামনে অচে’তন হয়ে পড়েন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে সেখানে মা”রা যান তিনি।
তার সঙ্গে ইঁ’দু’র মা”রার বি”ষ পাওয়া গেছে। চাঁদপুরের কচুয়া উপজেলার বাগমা”রা গ্রামের আবুল হোসেনের ছেলে করিম। বর্তমানে কলেজের বঙ্গমাতা হলে থাকতেন এবং ক্যান্টিন বয় হিসেবে কাজ করতেন।’