ভাত রান্না করতে দেরি হওয়ায় ভাবিকে কো’পা’লেন দুই দেবর
চুয়াডাঙ্গার দা’মুড়হুদায় ভাত রান্না ক’রতে দেরি হওয়ায় সোনিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কু’পি’য়ে জ’খ’মের অভিযোগ উঠেছে তার দুই দেবরের বি’রুদ্ধে।
আ’হত সোনিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভ’র্তি করা হয়েছে।অবস্থা আ’শ’ঙ্কা’জ’নক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে রেফা’র্ড করেছেন।




আহত সোনিয়া খাতুন দামুড়হুদা উপজেলার হাওলী গ্রামের মা’ধবপা’ড়ার মামুন হোসেনের স্ত্রী। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মাধবপাড়ায় সোনিয়ার শ্ব’শুরবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযুক্ত দুই দেবরকে ধ’রতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দামুড়’হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। আহত সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, সোমবার সকালে ভাত রান্না করতে
দেরি হওয়ায় দুই দেবর তারেক (২২) ও জিয়ার (২৫) স’ঙ্গে বাগবিতণ্ডা হয় আমার। এরপরই দুজনই আমাকে কি’ল-ঘু’ষি দিয়ে আ”হত করে। এক পর্যায়ে হাঁ’সুয়া দিয়ে আমাকে এ’লো’পাতা”ড়ি কুপি”য়ে জ”’খম করে পালি’য়ে যায়।




পরে পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে উদ্ধার করে চু’য়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ সেলিম বলেন, পারিবারিক কোনো কারণে ভা’বির স’ঙ্গে দুই দেবরের ঝা’মে’লা হয়েছিল বলে জেনেছি।
এতে ভাবিকে এলো’পা’তাড়ি কু’পি’য়ে জ’খম করে তারা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জ’রুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মায়ারিজ বলেন,
ধা”রালো অ”স্ত্রের আ’ঘাতে সাদিয়া খাতুনের পিঠে জ’খ’ম ও ডা’ন’হাতে’র র’গ কে”টে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘা”তের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। দা’মুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে জানতে পে’রেছি ভাত




রান্না করতে দে’রি হওয়ায় ভাবিকে মা’রা’ত্মক”ভাবে কু”পিয়ে জ”’খম করেছে দুই দেবর। ‘ভু’ক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ না পেলেও অভিযুক্তদের ধ’রতে অ’ভিযান চালাচ্ছে পুলিশ।