পুরুষেরা আমাকে ভ’য় পায়, তাই প্রেম হয়নি: নার্গিস ফাখরি

বলিউডের নায়িকা নার্গিস ফা’খরি যিনি মুলত একজন আমে’রিকান মডেল। তিনি সর্বপ্রথম আমেরিকার নে’ক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন।

এরপর তিনি ২০১১ সালের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভি’নেত্রী হিসেবে ভারতে আ’ত্মপ্রকাশ করেন। ভারতে তাঁর ভক্ত অনুসারীর সংখ্যাও কম নয়।

তবে লাখো ভক্তের হৃ’দয়ে ঝ’ড় তোলা নার্গিস ফাকরির জীবনে এক সময়ে প্রেম ছিল অধরা! প্রেমিকহীন জীবন কা’টিয়েছেন এই অভিনেত্রী! তাঁর ঝুলিতে একাধিক প্রেমের সিনেমা আছে ঠিকই,

 

কিন্তু কখনো কোনো সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি, এমনটাই দাবি তাঁর।    অবশ্য উদয় চো’পড়ার সঙ্গে তাঁর প্রেমের গু”ঞ্জ”নে এক সময়ে উ’ত্তাল  হয়েছিল বলিউড। নার্গিসের কথায়, ‘

যাঁদের সঙ্গে কাজ করি, তাঁদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরু’ষের স’ঙ্গে দেখা হয়, তাঁরা আমাকে দেখে ঘাব”ড়ে যান।  কেউ কেউ আবার ভ”য়ও পান বা নিরাপ’ত্তা’হীনতায় ভো’গেন।

তাই আমার প্রেম হয়নি। ’ পরবর্তীতে অবশ্য উদয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন নার্গি’স। তবে নার্গিসের জীবনের সেই চিরাচরিত ছবি এখন বদলেছে। এখন গু’ঞ্জন’ রয়েছে

যে বর্তমানে উদ্যোক্তা টোনি বেইগের সঙ্গে সম্প’র্কে রয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নার্গিস। সমযই হয়তো বলে দেবে, গু’ঞ্জ’ন’টা সত্যি কিনা! সূত্র : হি’ন্দুস্তান টাইমস বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *