নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব
ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য বাডি কার্টার নরওয়েজিয়ান নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য প্রস্তাব করেন। তিনি লেখেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্রকে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ক্ষেত্রে তার অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ট্রাম্প এই পুরস্কারের যোগ্য।
কার্টার বলেন, ‘একটি দ্রুত শান্তিচুক্তি বাস্তবায়নে ট্রাম্পের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন একটি চুক্তি, যা অনেকেই এক সময় অসম্ভব বলে মনে করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে তার নেতৃত্ব নোবেল শান্তি পুরস্কারের মূল আদর্শগুলোকেই প্রতিফলিত করে— সেগুলো হলো শান্তির অনুসন্ধান, যুদ্ধ প্রতিরোধ এবং আন্তর্জাতিক সম্প্রীতির উন্নয়ন।’
ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ‘ঐতিহাসিক বিদ্বেষ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একটি অঞ্চলে এমন একটি অগ্রগতি অর্জনে প্রয়োজন সাহস ও দূরদৃষ্টি। প্রেসিডেন্ট ট্রাম্প উভয় গুণই প্রদর্শন করেছেন, যা বিশ্বের সামনে আশার এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে।’
৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার সন্ধ্যায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেনএবং তিনি প্রস্তাব দেন এই সংঘাতের নাম হোক ‘১২ দিনের যুদ্ধ’। এর মাত্র দুই দিন আগে তিনি ইসরায়েলি হামলার সমর্থনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নির্দেশ দিয়েছিলেন।

