ইসরায়েলের হামলায় ১২ দিনে ইরানে ৬১০ জন নিহত

ইসরায়েলের হামলায় ১২ দিনে ইরানে ৬১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার হাজার ৭০০ জন। বুধবার (২৬ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানান। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইরানের এই কর্মকর্তা বলেছেন, সংঘাতের শেষ রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯ জন নারী রয়েছেন। এর মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা। এছাড়া যুদ্ধে নিহত হয়েছে ১৩ শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস।

তবে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরানে নিহত হয়েছে অন্তত এক হাজার ৫৪ জন। এর মধ্যে অন্তত ৩০০ জন ইরানের সামরিক বাহিনীর সদস্য।

এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের অন্তত ১৪ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক, কমান্ডারদেরও হত্যা করে ইসরায়েলি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *