কাতারকে হা’রিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
এশিয়ান মেন্স অনূর্ধ্ব-২০ ভলি’বল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে নক আ’উট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে উঠার ল’ড়াইয়ে প্র’তিদ্বন্দ্বি’তাপূর্ণ ম্যাচেও জয় পেয়েছে আলিপোর আরজির দল।
হা’ড্ডাহাড্ডি ল’ড়াইয়ের পর কাতারকে হা’রিয়েছে ৩-২ সেটে। বাহরাইনের রিফায় প্রথম সেটে বাংলাদেশ হার মানে ২৫-২০ পয়েন্টে।
তবে পরের দুই সেট দু’র্দান্ত ভাবে জিতে এগিয়ে যেতে সময় লাগেনি। দ্বিতীয় সেট ২৫-১৯ ও তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে জয় আসে।
চতুর্থ সেটে তীব্র প্রতি’দ্ব ন্দ্বিতার পর কাতার ২৫-২৩ পয়েন্টে হারা;য় বাংলাদেশকে। ২-২ সেটে সমতার পর টাইব্রেকারে বাংলাদেশ ১৫-৯ পয়েন্টে জিতে শেষ
আটের টিকিট নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিপক্ষে বিজয়ী দল। কাল শনিবার হবে সেমিফাইনালে উঠার ম্যাচ।