ক্ষমতায় গেলেও বিচার ও সংস্কার অব্যাহত রাখবে বিএনপি: এ্যানি
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের বিচার ও সংস্কার অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যানি বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিল। সেই আলোকে ৩১ দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিচার ও দৃশ্যমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের ইতিহাসে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিএনপি জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল। অপরদিকে আওয়ামী লীগের ইতিহাস শুধু ফ্যাসিবাদ কায়েম ও লুটপাট। তাদের উন্নয়ন দরকার লুটপাটের জন্য, অর্থ পাচারের জন্য। হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে।
জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার বিষয় তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে; কিন্তু আমরা সমমনা দলগুলোকে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একই সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলাম।
তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত পরিণতি জুলাই আন্দোলন। এটাকে ছাত্র-জনতার আন্দোলন না বলে গণঅভ্যুত্থান বলা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ছাত্র রাজনীতির স্মৃতিচারণ করে এ্যানি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল থেকে কারফিউ ভেঙেছিলাম। তখন আমরা পরিকল্পনা করেছিলাম, পুলিশ বিডিআর হলে আক্রমণ করলে আমরা সবাই রুখে দাঁড়াব। ওই সময় আমরা সব হলের গেটে তালা মেরে দেই। ওই সময় সব হলের ছাদে ছাত্ররা মিছিল শুরু করেন। ওই সময় আমরা জিয়া হলের দেয়াল টপকে পাশে কাঁটাবন মার্কেটের ছাদে এসে মিছিল শুরু করি। এভাবে ছাত্র সমাজের তুমুল আন্দোলনে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল।

