বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা
গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।
মাত্র ২১ ওভারেই বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে লঙ্কানরা। তাতে প্রথম সেশন শেষে পরিষ্কারভাবে চালকের আসনে সফরকারীরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। তবে আগের দিন শেষদিকে একটু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশার ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে থামে ইনিংস।

