‘হাইতিতে ভূমি’কম্পে নি’হত বেড়ে ৭২৪’

ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়া,বহ ভূমি,কম্পে মৃ,তের সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহ,ত হয়েছেন অন্তত ২ হাজার ৮০০ জন।

 

 

আ,ল জাজি’রার খবরে জানানো ,হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমি’কম্প আঘা,ত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ ,দশমিক ২। হাইতির পশ্চিমাঞ্চলে আঘা’ত হানা এই ভূ’মিকম্পে অনেক ভবন ক্ষতি’গ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপা,সনালয়, স্কুল এবং হোটেলও রয়েছে।

 

ভূ,মিকম্পের কারণে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।  ফলে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যারি’য়েল হেনরি এই ভূমিক’ম্পকে ‘ব্যাপক ক্ষ,তি’ বলে আখ্যায়ি’ত করে এক মাসের জরুরি অবস্থা ঘো’ষণা করেছেন।

 

 

এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রা ণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে হাইতির সিভিল প্রটেকশন সার্ভিস জানায়, ভূমিক’ম্পে ৩০৪ জনের মৃ’ত্যু হয়েছে। তবে সময়ের ব্যবধানে মৃ’তের সংখ্যা দ্রুতই বাড়ছে।

 

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃ’ষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূ,মিকম্পের উৎপত্তি। এ জায়গাটি দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে। পোর্ট-অ-প্রিন্সেও কম্পন অনুভূত হয়েছে।

 

 

প্রতিবেশী দেশগুলোতেও ভূমি’কম্প অনুভূত হয়। এদিকে ভূমি’কম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বা’,ইডেন।

 

 

তাৎক্ষণিকভাবে তিনি যুক্ত,রাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

 

২০১০ সালে দেশটির ইতিহাসে ভয়াবহতম ভূমি’কম্প আঘাত হানে। ওই ভূমি’কম্পে দু’ই লাখের বেশি মানুষের মৃ”ত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষ’তির মুখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *