পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যা’গের নো’টিশ

সাম্প্রতি”ক ‘বিত’র্কিত’ বক্ত’ব্যের জে’রে পররাষ্ট্র’মন্ত্রী ড. এ কে এম আব্দু’ল মোমে’নকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যা’গ করতে লিগ্যাল নো’টিশ পাঠা’নো হয়েছে।

 

আজ রোববার (২১ আগস্ট) সু’প্রিম কোর্টে’র আ’ইনজীবী এর’শাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠা’ন। নোটি’শে” বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভার’ত সরকার’কে যে অনুরোধ করেছেন,

 

এটা আপনি করতে পারেন না। কা’রণ সংবিধানে বলা হয়েছে, জনগণই ‘সকল ক্ষ’মতার উৎস। আপনি সংবিধা’নবি’রোধী ব’ক্তব্য দিয়েছেন।

 

আপনি মন্ত্রী পদে থাকার যোগ্য’তা হারি’য়েছেন। প্রস’ঙ্গত, কিছু’দিন থেকেই পররা’ষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক বিত’র্কিত ম’ন্তব্য ঘিরে সর’গরম রাজ’নৈতিক অঙ্গ’ন।

 

পাল্টাপাল্টি বক্তব্যে’ উত্তা”প’ ছড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির শী’র্ষ নেতারা। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,

 

‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’ এছাড়া গত ১২ আগস্ট সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বৈশ্বিক ম’ন্দা’য় বিশ্বের বিভিন্ন

 

দেশে মু’দ্রাস্ফী’তির তুলনায় বাংলাদেশে অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছেন।’।

নি’ত্যপ”ণ্যের ঊ’র্ধ্বমু”খী দরে সাধারণ মানুষের দু’র্ভোগে’র মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এমন ম”ন্তব্যে তু’মুল সমা’লোচনার সৃ”ষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *