’মঙ্গলবার ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য’’

’করোনার টিকার বু’স্টার ডোজ    দেও’য়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্বা’স্থ্য বিভাগ। ১৯ জুলাই ম’ঙ্গলবার সারা দেশের ৭৫ লাখ মানুষকে টিকা দিতে চায় স্বা’স্থ্য বিভাগ। স্বাস্থ্য অধি’দপ্তরের সম্প্র’সারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অ’ধিদপ্তরের করোনার টি”কা প্রয়োগবিষয়ক কমিটির স’দস্যসচিব শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘মূলত বুস্টার ডোজ দেওয়ার জন্য এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তবে এখনো যাঁরা দ্বি’তীয় ডোজ নেননি, তাঁরা ওই দিন দ্বিতী’য় ডোজও নিতে পারবেন। আমরা দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ মিলিয়ে ১৯ জুলাই ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি।’
শামসুল হক জানান, করোনার টিকা’দানের নিয়মিত কেন্দ্রে ওই দিন টিকা দেওয়া অব্যাহত থাকবে। এসব কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানো হবে।
এ ছাড়া প্রতিটি ইউনি’য়নের প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পৌরসভার এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকাকেন্দ্র থাকবে।
বাংলাদেশ এ পর্যন্ত ১২ কো’টি ৯৫ লাখ ২৬ হাজার মানুষকে প্র’থম ডোজ টিকা দিয়েছে। এঁদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার মানুষ।
অর্থাৎ প্রথম ডোজ নে’ওয়া ৯৭ লাখ ৯ হাজার মানুষের দ্বি’তীয় ডোজ নেওয়া বাকি আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *